বৃহস্পতিবার বিকেল থেকে শুক্র, শনি ও রবিবার সকাল পর্যন্ত আবারও পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সর্তকতা:সত্য কি না শিউর না বাট যাদের ক্লাস করার আছে ডাউনলোড করে রাখবেন।
❝ ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলমান থাকবে ❞
দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫২ সমন্বয়কের যৌথ বিবৃতি
প্রিয় দেশবাসী,
আপনারা জানেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় নয় শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে গুম করে ফেলা হয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে গত ৫ দিন ইনজেকশন দিয়ে সেন্সলেস অবস্থায় গুম করে নির্যাতন করা হয়েছে এবং আজকে চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এ অবস্থায় আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোটা ব্যবস্থার সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না। আমাদের ৯ দফা দাবী এখন গণমানুষের দাবীতে পরিণত হয়ছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ৷ নিম্নোক্ত ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলমান থাকবে।
৯ দফা দাবী আদায়ে আমাদের আমাদের নতুন কর্মসূচী:—
১] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ।
২] আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হক -কে মন্ত্রীপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে।
৩] ঢাকাসহ যত জায়গায় শহিদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
৪] ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে।
৫] যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে।
৬] দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহিদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদাণ করতে হবে ।
৭] ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সকল দলীয় লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ছাত্রসংসদকে কার্যকর করতে হবে।
৮] অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে।
৯] কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।
বার্তা প্রেরক
আব্দুল হান্নান মাসুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
তারিখ:- ২৪ জুলাই,২০২৪
🔰H.S.C. এর জন্য বায়োলজি চিত্রের সাজেশন মোটামুটি ভালো রকমের গুরুত্বপূর্ন যেগুলো না দেখলেই নয়-
> জুলোজি
ch-1: সিলোম (প্রকৃত+অপকৃত)
ch-2: নিডোসাইট (স্বাভাবিক+উন্মুক্ত অবস্থা)(***)
- হাইড্রার প্রস্থচ্ছেদ
- লুপিং+সমারসল্টিং চলন
- ঘাসফড়িং এর মুখোপাঙ্গ
- ওমাটিডিয়াম (লম্বচ্ছেদ)(***)
- উজ্জ্বল+মৃদু আলোতে সৃষ্ট প্রতিবিম্ব (*)
- রুই মাছের হৃদপিন্ড (লম্বচ্ছেদ)
- অন্তর্বাহী ফুলকা ধমনী
- রুই মাছের আইশ
ch-3: চিত্র লাগবে না।
ch-4: মানুষের হৃদপিন্ড (লম্বচ্ছেদ) (***)
ch-5: এলভিওলাসের গঠন
ch-7: হ্যাভারশিয়ান তন্ত্র
-আদর্শ কশেরুকার গঠন
ch-11: চেকারবোর্ড।(***)
> বোটানি
ch-1: আদর্শ কোষ
- কোষপ্রাচীর
- কোষঝিল্লি (ফ্লুইড মোজাইক মডেল) ***
- গল্গি বডি ***
-মাইটোকন্ড্রিয়া***
-প্লাস্টিড***
-নিউক্লিয়াস
-সেন্ট্রিওল
-লাইসোজম, রাইবোজম
ch-2: মাইটোসিস এর ধাপসমূহ ***
- প্যাকাইটিন দশা(ক্রসিং ওভার, কায়াজমা সৃষ্টি)*
ch-4: লাইটিক+লাইসোজেনিক চক্র ***
- এরিথ্রোসাইটিক সাইজোগনি***
- T2 ব্যাকটেরিওফাজ
ch-7:
- এস্টিভেশন ***
- প্লাসেন্টেশন***
- পুষ্পপ্রতীক***(জবা+ধান)
- পুষ্প সংকেত হতে পুষ্পপ্রতীক আকানো শেখা
ch-8: ভাস্কুলার বান্ডলসমূহের চিত্র ***
ch-9: চিত্র নেই। তবে এই অধ্যায়ের ফ্লো চার্ট+ছকসমূহ অনেক গুরুত্বপূর্ণ
ch-11: টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপমসূহ *
- রিকম্বিনেন্ট DNA তৈরির ধাপসমূহ
🔖Figure draw :HSC botany +zoology
এই figure গুলো ভালো করে দেখে যেও, practice করিও।
Important for both cq & mcq
#HSC #biology
I am useless, nobody and alive. That's why I am online 🙂.
May Allah grant those martyrs Jannah who are never going to be online ever again
⚠️ কিছু দিক নির্দেশনা
🔘 HSC-23
কৃষির প্রস্তুতি আপাতত অফ রাখো। সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি শুরু করো। সেকেন্ড টাইমের জন্য যা পড়বা, কৃষিতেও কাজে আসবে।
১। বায়োলজি এক্সট্রা রাইটার (পিডিএফ/বই) পুরোটা রিডিং দিতে থাকো। শুধু রিডিং দাও বারবার।
২। ইংলিশ ভালোভাবে পড়ে রাখো। বিশেষ করে ভোকাবুলারি।
৩। অনুশীলনীর এমসিকিউ বারবার সল্ভ করো। আগে করা থাকলেও আবার করো।
🔘 HSC-24
জীববিজ্ঞান প্রস্তুতি এগিয়ে রাখো। চিত্র আঁকা শিখো।
জীববিজ্ঞান প্রস্তুতি এগোনো থাকলে কেমিস্ট্রি + ম্যাথের অংকগুলো প্র্যাকটিস করো।
কেমিস্ট্রি বিগত বছরের বোর্ড এমসিকিউ + অনুশীলনী সল্ভ করো। (এতে মেডিকেল প্রস্তুতিও এগিয়ে থাকবে)
🔘 HSC-22
তোমাদের শুধুমাত্র কৃষি পরীক্ষা বাকি। তোমরা ম্যাথ করো খুব ভালোভাবে। প্রতিটা চ্যাপ্টারের প্রশ্নব্যাংক সমাধান করো।
©️SABAS
যেহেতু আমরা পড়াশুনার প্লাটফর্ম, তাই স্টুডেন্টদের জন্য বেসিক কিছু গাইডলাইন দেয়া হলো। যাদের ফলো করার, তার ফলো করো। যাদের ফলো করার নেই, তারা ইগনোর করো।Читать полностью…
কিছু প্রত্যাশা আপনার কাছে:
•ফেইসবুকে ফিরে পেয়ে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এর নিউজ ভুলে যাবেন না৷
•স্বৈরাচারের এই জুলুমের প্রতিটি রক্তের ফোঁটা ফেরত না পাওয়া অবধি স্বৈরাচারসহ তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন।
•মুনাফিকরা যেদিকে যায় তাদেরকে বলে-
"আমরা তো তোমাদের দলেই ছিলাম"। মুনাফিকদের অন্তরে জায়গা দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন।
•সবর্শেষ প্রত্যাশা:আপনি আপনার সময় পড়াশোনায় দিবেন। আপনি যত জ্ঞান অর্জন করবেন তত গুরুত্বপূর্ণ সেক্টরে নিজের ডিসিশন দিতে পারবেন।আপনার মতো নীতিবান, সৎ মানুষের বড়ই অভাব দেশের এই পঙ্গু অবস্হায়৷
মা বাবা জানে না তাদের সন্তান কোথায় লাশ হয়ে পড়ে আছে । মা সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে
Читать полностью…ছাত্ররা নাকি মহাখালীর ডাটা সেন্টারে আগুন দেয়ায় দেশে ইন্টারনেট নাই। গত ৪ দিন ধরে এই মিথ্যাচার করল সবাই মিলে। অথচ ক্লাউড ফ্লেয়ার বলতেছে বাংলাদেশ সরকারের নির্দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে।
Читать полностью…এর পরবর্তী কোনো তথ্য অফিসিয়ালি দেয়া হয় নি।। ঘোষণা না আসা পর্যন্ত এই নোটিশ খেয়াল রেখে পড় সবাই।
#HSC 24
আন্দোলন এখানেই শেষ না। যতদিন পর্যন্ত না সাধারণ মানুষদের দাবীদাওয়া আদায় না হবে, যতদিন পর্যন্ত না শহীদের রক্তের হিসাব আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
রিফাত রশিদ
সহ সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Can you imagine?!
যদি প্রথম আলো থেকে পরিসংখ্যান দেওয়া হয় ৯০০ জন, তাহলে প্রকৃত সংখ্যা টা কতো!!!!
ছোটবেলায় আমার নানু অনেক শখ করে পুলিশের পোশাক আর আর্মির পোশাক আমার গায়ে দিয়ে সারা বাজার ঘুরাতেন৷আমার এখনও কানে ভাসছে আমার নানুর বন্ধুকে বলতে-তোমার নাতিকে মেজরের মতো লাগছে! তখন সে কথাটা শুনে যে পরিমাণ প্রাইড ফিল হয়েছিল সেটি কখনও ভুলার মতো ছিল না।
তবে সেই সেইম পোশাক দেখলেই দ্বিগুন আফসোস আসে আর সেই আফসোস বয়ে ঘুরছে বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ!
সে সময়ে পুলিশ/সেনাবাহিনীর প্রতি যে পরিমাণ রেসপেক্ট মানুষের অন্তরে ছিল সেটা কি নিমিষেই ঘৃণায় পরিণত হয়েছে?
একটা জাতির এত অধ:পতন কিভাবে হতে পারে!কিভাবে তারা গোলামীতে নিজেকে উৎসর্গ করে দিলো!
এখন কেবলই মাথায় আসে-
"ধ্বংস হোক সে কালোহাত, যারা আমার ভাইয়ের রক্তের স্রোত দেখে হাসে!"
আসসালামু আলাইকুম।
ভীতুদের ভীতিকর ৫ দিন, সাহসীদের রণক্ষেত্রের ৫ দিন।
এ-ই মুহূর্তে অনেকে হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে জান্নাতের সুঘ্রাণ উপভোগ করছে কিন্তু আমাকে আপনাকে ভীতু হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে হায়েনার দল।যারা পৃথিবীর বুকে শহীদ হয়েছে তারা সফল, আমরা কি তবুও তাদের রক্তের মূল্য বুঝে নিব না এই হায়েনার দল থেকে ?
ইনশাআল্লাহ,অন্ধকার পেরিয়ে আলোর দিশা পাবোই। বি ইজ নি আল্লাহ।
যারা BTCL ব্যবহার করে তাদের সকলের Wifi এসেছে।
কিন্তু যারা নন গভমেন্ট ইন্টারনেট ব্যবহার করে, তাদের কারো ইন্টারনেট আসে নাই এবং ভিপিএন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাচ্ছে না।
শহীদের সংখ্যা হাজার ছাড়াইছে এইটা জনসাধারন জানে।। প্রকৃত সংখ্যা যাতে না জানে মানুষ,এজন্য কতো বৃথা চেষ্টা করে যাচ্ছে।। আপাতত মিডিয়ার কোনো কথা বিশ্বাসযোগ্য নয়
Читать полностью…