আমার কিছু কথা:
যারা সেকেন্ড টাইমার কিন্তু নাম্বার ৮-১০+ কাটা যাবে তারা খুবই সাবধান।আপনি যদি নিজের উপর খুব বেশি কনফিডেন্স নিজে না পান তাহলে নিবেন না।
এখন কথা হলো- ১০ কেটেও চান্স পাইছে,তাহলে কেন সাবধান থাকতে বললাম! -দেখুন ১০ কেটে যারা চান্স পাইছে তারা ম্যাক্সিমামই আগে ডেন্টালে ভর্তি ছিল কিংবা মেডিকেলে ভর্তি ছিল। তারা অলরেডি মেডিকেলের পরিবেশের সাথে ডিল করে কিভাবে চান্স পেতে হই ঐটা আয়ত্ত করে ফেলেছে অলরেডি।
আমার ১ জন ফেন্ড ১০ কেটে চান্স পেয়েছে আমার মেডিকেলে, সে আগে ঢাকা ডেন্টালে ছিল। তার সাথে এই ব্যাপারে কথা বলেছিলাম এবং যতটুকু সামারি বুঝেছি সেটা হলো-যারাই চান্স পাইছে তারা এক্সাম হল এর প্রেশার আর স্ট্রেটিজি দুইটার সাথেই অভ্যস্হ।আপনিও সেইম প্রেশার আর স্ট্রেটিজি যদি আয়ত্ত করতে পারেন অবশ্যই নিবেন বাট যদি মনে হই ১০+ কেটেও স্রোতে গা ভাসিয়ে মেডিকেল নিতে চাচ্ছেন তাহলে প্লিজ ঠান্ডা মাথায় আরও ২ বার চিন্তা করে আসবেন।
আমি নিজেই সেকেন্ড টাইম এবং আমার মেডিকেলে চান্স পাওয়া সেকেন্ড টাইমার অনেকের সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি সেটা আপনাকে শেয়ার করলাম।বাকিটা আপনার উপর ডিফেন্ড।
তোমরা fb তে এখন কি করবে যেয়ে?
Vpn তো অনেকে একেকটা একেকজন চালায়, যেকোনো একটা চালাতে পারো।। খুব জরুরি না হলে fb তে যেয়ো না।। ভোরে ইন্টারনেট স্পিড ভালো থাকে ওই সময় ক্লাস download করে রাখতে পারো।।এফবি চলে কি না জানা নাই,কারণ আমার দুটো id ই disable করে দিছে।।
#ngl_ask
Second timer + national এ ভর্তি আছেন কেউ থাকলে same কথাই বলবো ১০+ মার্ক কাটা গেলে MAT second time prep নেয়াটা রিস্কি।।সেই তুলনায় ভার্সিটি প্রিপারেশন বেশি সুবিধেজনক।।
#ngl_ask
⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩
বায়োলজি প্রশ্নের এনালাইসিস-
🔰 বোটানি-২০ টি
✅ কোষ ও এর গঠন - ২টি
✅ কোষ বিভাজন - ১টি
✅ কোষ রসায়ন - ৫টি (5★)
✅ অণুজীব - ৩টি
✅ শৈবাল ও ছত্রাক - ৩টি
✅ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা - 🚫
✅ নগ্নবীজী ও আবৃতবীজী - 🚫
✅ টিস্যু ও টিস্যুতন্ত্র - 🚫
✅ উদ্ভিদ শারীরতত্ত্ব - ১টি
✅ উদ্ভিদ প্রজনন - 🚫
✅ জীব প্রযুক্তি - ২টি
✅ জীবের পরিবেশ,বিস্তার ও সংরক্ষণ - ৩টি
🎖️ বোটানি - ২০ টি প্রশ্ন (শর্ট - ৯টি, ফুল - ১১টি)
🔰 জুলোজি - ১০ টি
✅ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস - ১টি
✅ হাইড্রা, ঘাসফড়িং, রুইমাছ - 🚫
✅ পরিপাক ও শোষণ - ১টি
✅ রক্ত ও সংবহন - 🚫
✅ শ্বাসক্রিয়া ও শ্বসন - ১টি
✅ বর্জ্য ও নিষ্কাশন - 🚫
✅ চলন ও অঙ্গচালনা - ১টি
✅ সমন্বয় ও নিয়ন্ত্রণ - 🚫
✅ মানব জীবনের ধারাবাহিকতা - 🚫
✅ মানবদেহের প্রতিরক্ষা - ৪টি (5★)
✅ জীনতত্ত্ব ও বিবর্তন - ১টি
✅ প্রাণীর আচরণ- ১টি
🎖️ জুলোজি - ১০ টি প্রশ্ন (শর্ট - ৫টি, ফুল - ৫টি)
🎖️ বায়োলজি - ৩০টি (শর্ট - ১৪ টি, ফুল - ১৬ টি)
⏰ বায়োলজির ৩০টি প্রশ্নই করা হয়েছে আলিম স্যারের বই থেকে! (আলাদা পোস্ট দেওয়া হবে ইনশাল্লাহ)
#SABAS #analysis
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।
হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল ৪টার কিছু পরে তাদের তুলে নেয়া হয়। গত কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন।
নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দু’জনই অসুস্থ ছিলো। তাদেরকে প্যান্ট পরার সময় দেয়া হয়নি। লুঙ্গি পরা অবস্থায় তাদের তুলে নিয়ে গেছে।
সূত্র- দৈনিক মানবজমিন।
⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪
বায়োলজি প্রশ্নের এনালাইসিস-
🔰 বোটানি- ১৮টি
✅ কোষ ও এর গঠন - ৩টি (5★)
✅ কোষ বিভাজন - ১টি
✅ কোষ রসায়ন - ৪টি (5★)
✅ অণুজীব - ৫টি (5★)
✅ শৈবাল ও ছত্রাক - ৩টি (5★)
✅ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা - 🚫
✅ নগ্নবীজী ও আবৃতবীজী - 🚫
✅ টিস্যু ও টিস্যুতন্ত্র - 🚫
✅ উদ্ভিদ শারীরতত্ত্ব - 🚫
✅ উদ্ভিদ প্রজনন - 🚫
✅ জীব প্রযুক্তি - ২টি
✅ জীবের পরিবেশ,বিস্তার ও সংরক্ষণ - 🚫
🎖️ বোটানি - ১৮টি প্রশ্ন (শর্ট - ১১টি, ফুল - ৭টি)
🔰 জুলোজি - ১২টি
✅ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস - ৩টি
✅ হাইড্রা, ঘাসফড়িং, রুইমাছ - ১টি
✅ পরিপাক ও শোষণ - ২টি
✅ রক্ত ও সংবহন - ১টি
✅ শ্বাসক্রিয়া ও শ্বসন - ১টি
✅ বর্জ্য ও নিষ্কাশন - 🚫
✅ চলন ও অঙ্গচালনা - 🚫
✅ সমন্বয় ও নিয়ন্ত্রণ - 🚫
✅ মানব জীবনের ধারাবাহিকতা - 🚫
✅ মানবদেহের প্রতিরক্ষা - 🚫
✅ জীনতত্ত্ব ও বিবর্তন - ৪টি (5★)
✅ প্রাণীর আচরণ- 🚫
🎖️ জুলোজি - ১২টি প্রশ্ন (শর্ট - ১২টি, ফুল - ০টি)
🎖️ বায়োলজি - ৩০টি (শর্ট - ২৩টি, ফুল - ৭টি)
⏰ প্রশ্নের সোর্স
☞ বোটানি - আজিবুর স্যার, আলিম স্যার
☞ জুলোজি - আজমল স্যার, আলিম স্যার
(📌 জুলোজির প্রায় সবগুলো প্রশ্নই বিগত বছরের বোর্ড প্রশ্ন)
#SABAS #analysis
১১.২৫ কেটে গেলে 2nd time MAT prep নেয়া risky... বলছি না যে চান্স হবে না, বা পারবা না। তবে বুঝতেই পারতেছ মোটিভেশন ওতো টাইম পর্যন্ত থাকে না আসলে।। Varsity prep better..... যদি খুব বেশি পরিমাণ determine থাকো,proper guide line,mentoring এর মধ্যে থাকতে পারো you can go for MAT ☺️।।
এটা নিয়ে ডিসিশন হীনতায় থাকলে
@ShaonVaiya এর সাথে পরামর্শ করে নিতে পারো।।উনি অভিজ্ঞ আছেন।
#ngl_ask
কৃষি এক্সাম কবে হবে এটা আর কি এখনো exact কেউ জানে না।। কোনো ঘোষণা আসেনি এখনো।।তবে কিছু কথা শোনা গেছে যে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে,আবার শুনেছি আগস্ট এর শেষে হতে পারে।। তবে এগুলো সবই সম্ভাব্য, অ্যাকিউরেট না।।
#ngl_ask
MAT statistics আমি দিয়ে দিচ্ছি একটু পর।। গোছানো আছে।।
#ngl_ask
https://ngl.link/ayat62491
চ্যানেলের মেম্বারদের মধ্যে বলা যায় সবাই স্টুডেন্ট, এর মধ্যে কতোজন আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন বা কতোজন আহত হয়েছেন জানি না! আল্লাহ শহীদ ভাই বোন দেয় জান্নাত নাসিব করুন ইন শা আল্লাহ।
যারা বাহিরে যাওয়া আসা করছেন, সম্ভব হলে বাটন ফোন নিয়ে বের হবেন। আর এন্ড্রয়েড নিয়ে বের হলে ফোন ক্লিন রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে সব ভিডিও/ছবি ড্রাইভে রেখে দিন। রাস্তায় ফোন চেক করা হচ্ছে, সন্দেহ ভাজন দের ধরা হচ্ছে।
আমাদের সাবধান থাকতে হবে, ছাত্ররা বোকা নয় এটা বোঝাতে হবে, আমাদেরকেই লড়তে হবে❤️
©Study on telegram
যারা মজলুম তাদের জন্য দুয়া করার চেয়ে যারা জালিম তাদের বিরুদ্ধে দুয়া করা অনেক অনেক জরুরি ।
মজলুম প্রতিটি ঘাত-প্রতিঘাতের সওয়াব পাবেন। এমনিই পাবেন। দুনিয়ার একজন মানুষও যদি মজলুমের জন্য দুয়া না করেন, তবু পাবেন। সুতরাং জালিমের বিরুদ্ধে টুঁ শব্দ উচ্চারণ না করে শুধু মজলুমের জন্য দুয়া করার কোনো অর্থ নেই।
বিইউপি মনপুরা ফ্লোটিং ব্রিজ-এর নাম পরিবর্তন করে "শহিদ মির মুগ্ধ ফ্লোটিং ব্রিজ" করা হয়েছে❤️🌸💔
Читать полностью…কে জানি ইচ্ছেমত স্লোগান দিচ্ছে ngl এ, গরু একটা, হাসবো নাকি কান্না করবো এগুলা দেখে।।
Читать полностью…Second timer দের জন্য আমার দুয়া এমনি বেশি থাকে। তারা এই স্নায়ুযুদ্ধ একবার face করেছে।। পড়া চালিয়ে যান,হতাশ হইয়েন না।। নিজে কনফিডেন্ট থাকেন, আল্লাহর উপর ভরসা রাখেন, প্রতিটা টপিক এমন ভাবে পড়েন যাতে qna দেখে এটা না বলা লাগে যে, ইশ এই টপিকটা আরেকটু রিভিশন দিলেই পারতাম উত্তর করতে।। আল্লাহ আপনাদের সহায় হউন,সাহায্যকারী হয়ে যান।আমিন।
Tomorrow will be better, In Shaa Allah ❤️
#ngl_ask
অধ্যায়-০৪:রক্ত
•উধ্ব মহাশিরা(সুপিয়র ভেনাকাভা)ও নিম্ম মহাশিরা(ইনফেরিয়র ভেনাক্যাভা) দিয়ে কার্বন ডাই-অক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে।
•ইনফিরিয়র ভেনাক্যাভা ও ডান এট্রিয়ামের(RA) মাঝখানে একটা সেমিলুনার কপাটিকা থাকে।এর নাম-ইউস্টেশিয়ান কপাটিকা।
◾কখনও কি মাথায় প্রশ্ন আসে নি:
সুপিরিয়র ভেনাকাভা ও ডান অ্যাট্রিয়াম এর মাঝখানে কোন কপাটিকা নাই কিন্তু ইনফিরিয়র ভেনাকাভা ও ডান এট্রিয়ামের মাঝখানে কেন কপাটিকা আছে?
•কারণ:সুপিরিয়র ভেনাকাভা থেকে RA এ রক্ত আসে অভিকর্ষ/গ্রাভিটির দিকে! কিন্তু ইনফিরিয়র ভেনাকাভা থেকে RA এ রক্ত আসে অভিকর্ষের বিরুদ্ধে। তাই এইখানে কপাটিকা থাকতেই হবে।কারণ জানা আছে,কপাটিকা একমুখী প্রবাহকে ত্বরান্বিত করে বিপরীতমুখী প্রবাহকে বাঁধা দেয়।
©হামীম জহুর
#biology #basic
অধ্যায়-৫:শ্বসনতন্ত্র
→ট্রাকিয়া(শ্বাসনালী) হায়ালিন কার্টিলেজ দ্বারা গঠিত।
→তরুণাস্হিগুলো C-shaped (অর্ধবলয়াকার)
→15-20 টি তরুণাস্থি দ্বারা তৈরি।
◾কিন্তু কখনও কি মাথায় প্রশ্ন আসে নি:
তরুণাস্থিগুলো অর্ধবলয়কার/C shaped কেন?
•কারণ:ট্রাকিয়ার পেছনে থাকে Esophagus.খাবার যাওয়ার সময় Esophagus Expansion হবে!তখন যদি C shaped/অর্ধবলয়কার না থেকে সম্পূর্ণ বৃত্তাকার থাকতো তখন খাবার যেতে বাঁধা পেত Esophagus এ!
#biology #basic
পড়াশোনা বিষয়ে message দেয়া যাবে,no pblm...
বাট খুব বেশি প্রয়োজন না হলে, ইনবক্সে message না দেয়া ভালো।।
#ngl_ask
Preposition,right form of verbs, VOICE, tense,Narration,parts of speech, syn -antonym,group verb, translation, idioms - phrases, spelling
এই টপিক গুলো agrir জন্য একটু ভালো করে দেখে যাইয়েন যারা agri দিবেন।
#agri
#ngl_ask
Second timer দের আপাতত fully MAT second time এর দিকেই ফোকাস করতে বলবো, যাদের MAT passion আর কি।। তবে যারা ১০০% dedicated না MAT এর জন্য,তাদের বলব Second time Varsity এর প্রেপ নেয়া।। শোনো - second timer যারা আছো Daily দুই/ এক ঘন্টা Physics chem এর সূত্রগুলো নজর বুলাইও।। এমনিতে MAT prep নেয়ার টাইমে তোমার থিওরী ভালো করেই পড়া হবে,এটা তোমার বেশি কাজে লাগবে ভার্সিটি addmission এ।। তখন ওতো pressure create কিন্তু হবে না, বুঝেছো।। Second time gst তে কিন্তু মার্ক কাটে না,যেমনটা MAT এ কাটে এটাও plus point.....balanced থাকে এতে আমার মতে।
#ngl_ask
বিকেলে একটু রেস্ট নেন, পছন্দের কাজ করেন।। একটু অসুস্থ আছি আপাতত, ইন শা আল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবো।। প্রশ্ন অনেক জমা আছে,সময় করে ans দিয়ে দিবো নে।।
Читать полностью…🟩 কোনো অধ্যায় পড়া শেষ হলো,চাচ্ছ এক্সাম দিতে,কাছে বই নেই।
🕚সমাধান: এক্সাম দিতে চাইলে এখানে দিতে পারবা!
🟧প্রশ্নগুলো মেডিকেল, এইচএসসি স্ট্যান্ডার্ড
📌 এক্সাম বট লিংকঃ
t.me/Exampedia_bot
👉এক্সাম দেওয়ার প্রসেস- Click here
ধন্যবাদান্তে প্রিয় শাওন ভাই। #SABAS
সবসময় এতো মিষ্টি হাসি ( রিয়েক্ট) দেয় কে তো বুঝলাম না।
আপনার মিষ্টিমুখটা দেখতে চাই ইক্টু😌
🍀 দু'আ কবুলের উত্তম সময় চলছে....
আমাদের মাজলুম ভাইবোনদের জন্য দুআ করবেন ইন শা আল্লাহ। আর জালিমদের জন্য বদদু'আ করতে ভুলবেন না যেন.....
আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক পরিবারের 'কোটা পুনর্বহাল চলবে না ' ফেসবুক গ্রুপে সাইবার এ্যাটাক করে হ্যাক করা হয়েছে।
দুষ্কৃতকারীরা আমাদের মনোবল ধ্বংস করে দেওয়া এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে প্রতিহত করতে এই সাইবার হামলা চালিয়েছে।
হামলা, মামলা, মৃত্যু কোনোকিছুই চুড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক আন্দোলনকে থামাতে পারবে না। সকলেই গ্রুপের লিংক শেয়ার করে ওদের জানিয়ে দিন মৃত্যুর মিছিলও আমাদের থামাতে পারেনি এবং পারবে না।
হাসিব আল ইসলাম
সমন্বয়ক