উনি SUST এর অধিবাসী।।
কথা বলার ক্ষেত্রে ভাইদের জন্য নিষেধাজ্ঞা আছে।। কোনো আপু বলতে চাইলে অনুমতি দেয়া আছে।। খারাপ মানুষ আরকি, safety first...🙂🤲
#ngl_ask
ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি ধারণা নেই আমার।। তবে ব্র্যাক এ সুযোগ সুবিধে, lab facility ভালো শুনেছিলাম।। তবু অভিজ্ঞ কারো থেকে এ বিষয়ে পরামর্শ নিও ইন শা আল্লাহ।
#ngl_ask
I know u are all tired of trying.
But don't give up.. it's your battle and u will win it in Shaa Allah ❤️🌸
মেইন writer এর বই new পড়া ভালো ।। না থাকলে 23 এর গুলো পড়তে পারো,এগুলো অনলাইনে অনেক জায়গায় available আছে।। Question কিন্তু কোনো কোচিং করবে না খেয়াল রাখা জরুরি❤️☺️।
#ngl_ask
খালি দাগানো লাইন পড়তে মানা করি,এর কারণ হইলো ভাইয়ারা যেগুলো দাগিয়ে দেন ওইগুলো উনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।। মাঝে কিছু লাইন হয়তো তাদের কাছে তেমন important মনে না হলেও টিচারদের কাছে ওইগুলোর মধ্যেই কোনো একটা লাইন important মনে হতে পারে ।।সেইখান থেকে যদি qna দিয়ে দেয় তাহলে তো কষ্ট লাগবেই।। এজন্যই বলি নিজে থেকে আগে রিডিং দিবা বই ভাল করে। নিজেকে নিজে প্রশ্ন করবা।। তারপর second বার দাগানো লাইন দেখবা জাস্ট।। Physics,chem অনুশীলনীর question এর উপর একটু গুরুত্ব ভালো করে দিও।।
#ngl_ask
national এর ফাইনাল এক্সাম আর কৃষি এক্সাম একই দিনে না হওয়ার সম্ভাবনাই বেশি।। তবে হলেও, যেহেতু agri preparation নিচ্ছেন ঐটাই ফোকাস করেন।। লাস্ট chance miss করিয়েন না।। Best of luck ❤️
#ngl_ask
বিয়ে অনেক আগেই done, দাওয়াত যেদিন ঢাকা আসবে, আমার বাসা হইয়া যাইও খাওয়াবো নি।।
বাসা নিজ দায়িত্বে খুঁজে নিবে বুঝলা 🙂
#ngl_ask
প্রেডিকশন:
সামনের মাসের মাঝামাঝি সময়ে দেখা যাবে কিছু কিছু মানুষ নিজের প্রোফাইল কালো করে শোক পালন করবে!
ধিক্কার এ জাতির প্রতি!
Now is the time to start the five daily prayers. Focus on your creator. Start to correct yourself. You can see, life is so uncertain that you can die at any moment. Even you can die on your rooftop while enjoying the evening. You can die at the age of 5, 16, or 17. Life doesn't guarantee an old-aged death. They don't want us to be people of God. They want us to be their obedient sl@ves. Only sl@ves of God almighty are truly free. Be a free man.
@Asif bin Hossain
সমসাময়িক বিষয়ে প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ লিখা ।। সংগ্রহে রাখেন।। ফ্রী টাইমে পড়িয়েন।।
https://www.facebook.com/share/p/irqGekpof48ihibU/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/dX9fLdRPTLthGxBr/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/pbX2wvCP1d7RXLQs/?mibextid=oFDknk
শান্তির সয়লাব..;
Just because I’ve experienced darkness , doesn’t mean I won’t spread sunshine everywhere I go, I can try at least 🙂🙂
What do you say!!
চাঁদ আগে অনেক ভালো লাগতো,এখনো লাগে বাট ওতো আকর্ষণ নেই, উনারে দেখার পর থেকে আর চাঁদকে ততোটা সুন্দর লাগে না।।
N:B: চাঁদের মুক্তিবেগ 2.4 kms^-1
#ngl_ask
কি আজিব !!
সরকার বলল, আমার দেশ আজ পুড়ছে। কে এই কাণ্ড করল?
বিষয়টি এরকম, যেন ফারুক-রশিদ-নূর-ডালিম (বঙ্গবন্ধুকে হত্যাকারী) বলল, আমার বঙ্গবন্ধু মারা যাচ্ছে। কে তাকে মারল?
🟥 Agriculture Admission Preparation 🟥
✅ রসায়ন থিওরি বেশি পড়তে হবে ব্যাসিকসহ এবং শর্টকাটের কিছু ম্যাথ।
✅ পদার্থ থিওরির পাশাপাশি শর্টকাট ম্যাথ এর প্রিপারেশন এবং সকল সূত্র, একক, মাত্রা, বিভিন্ন এককের মান মুখস্ত করতে হবে।
✅ জীববিজ্ঞান মেইন বুক বার বার পড়বা।
✅ গনিত টাইপ ভিত্তিক শর্টকাটের ম্যাথ গুলো ভালোভাবে সলভ করবা, অনেক সহজ হয়। তোমার প্রিপারেশন বুকের টাইপ শেষ করবা
✅ ইংরেজি আমি যে টপিক গুলো দিসি পড়বা
✅সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।
✅টাইপ রিলেটেড প্রশ্ন সলভ করতে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক উদ্ভাস অথবা এসপেক্ট সিরিজ অথবা বিচিত্রা সিরিজ অথবা নেটওয়ার্ক কৃষি থাকলে চলবে যেকোন একটা থাকলেই হবে।
✅1 ta mcq 1 mark
✅ Negative mark 0.25
✅ 1 vhol korle negative soho 1.25 mark kata
✅ সময় - 1 Hour
✅Gpa mark - 50
হিসাবটা একটু জটিল।
✅ কাটমার্ক প্রায়ই 107-112 মধ্যে থাকে
👉 জিপিএ মার্ক অথবা কাট মার্ক এর হিসাব না করে মূল পরীক্ষায় ভালো মার্ক তোলার চেষ্টা করো। টার্গেট রাখো 70+
🟧🕚Varsity Strander Preparation onekta Enough
#ngl_ask #agri
Microsoft office( word, Excel, PowerPoint etc)এর কাজগুলো + Web development,graphics design , editing সহ আরো অনেক ক্ষেত্র আছে এগুলোতে ভালো ভালো লোক চাওয়া হয় অনেক স্থানে।
#skill #ngl_ask
দেখো তুমি পড় কেনো,আমি কেনো করি? ভালো একটা জব / চাকরি/ কেউ ব্যবসা etc এর জন্যই।। বর্তমানে তুমি national/ public/ private যেখানেই পড় না কেনো skill এর দিকে বেশি ফোকাস করবা।। আপডেট করো নিজেকে প্রতিদিন অল্প অল্প করে।। Computer based official ওয়ার্ক গুলো শিখে ফেলো সম্ভব না সামর্থ্য থাকলে।। এগুলোতে work space অনেক।। স্কিল হইলে দাম থাকে ভালো।।দেখবা তুমি ন্যাশনাল এ পড়েও অনেক ভালো একটা অবস্থানে আছো।
#ngl_ask
হ্যা #MAT এর জন্য botany extra বই হিসেবে আজিবুর স্যার এবং আলিম স্যার যথেষ্ট।
#ngl_ask
এই প্রজন্মকে আমরা আসলে বুঝতেই পারি নাই! এদের আমরা টিকটিক প্রজন্ম, ব্রয়লার প্রজন্ম হিসাবে কত তাচ্ছিল্য করেছি।
অথচ এরাই কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ!!
আহত বন্ধুকে ঔদ্ধত্য বুলেটর সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে আরেক বন্ধু!!
এমন বন্ধু কয়জনের ভাগ্যে জোটে?
ব্রাক ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে তাই তাদের রক্ষা করতে দৌড়ে আসছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি!
এমন সামাজিক বন্ধন শেষ কবে দেখেছেন?
ঢাবি আক্রান্ত হয়েছে তাই রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়েছে।
এমন ভ্রাতৃপ্রেম এই প্রজন্ম থেকে আশা করেছিলেন?
বিশ্বাস করুন; যারা রক্ত দিতে শিখে যায় তাদের হারানো সম্ভব হয় না।
ওরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, কারাগারে যাচ্ছে।
আপনার কি মনে হয় ওরা দমে যাচ্ছে?
বাঘ শিকারের আগে কয়েক কদম পিছিয়ে এসে অপেক্ষা করে শিকারের উপর ঝাপিয়ে পড়তে।
আমরা যাদের টিকটিক প্রজন্ম মনে করতাম, এরা আদৌতে একেকজন বাঘ!!
রাশেদ খান ভাই ঠিক বলেছেন❤️
HSC-25
১.যাদের ২য় পত্র পুরাপুরি বাকি
২.পড়ি কিন্তু ভুলে যাচ্ছি
কিছু স্টেপ ফলো করবেন এবং নিজের সর্বোচ্চ ইফোর্ট দিবেন।
◾স্টেপ-০১:
-আজকেই ২য় পত্রের সব বইয়ের সব চ্যাপ্টার গুলো একটা গ্যাফ খাতায় লিখবেন৷লিখার পর দেখুন টোটাল কয়টা চ্যাপ্টার আছে আর আপনার হাতে সময় কতটুকু আছে।একটা চ্যাপ্টারে কতদিন মিনিমাম দেওয়া উচিত সেটার একটা হিসাব করে ফেলুন৷সময় ভাগ করার ক্ষেত্রে ২টা সেকশন রাখবেন:১) মেইন ক্লাস কতক্ষণ লাগবে তার হিসাব ২)প্রেকটিস কতক্ষণ করবেন তার হিসাব৷
◾স্টেপ-০২:
-আপনি যেখানে ক্লাস করুন না কেন অনলাইনে এখন সব প্লাটফর্মই তাদের ক্লাশনোট পিডিএফ দিয়ে দেই। আপনি যদি পারেন অবশ্যই ক্লাসের সাথে সাথে লিখে ফেলবেন৷ অবশ্যই লিখবেন। প্লিজ এটাতে গাফিলতি করবেন না। আপনি যে টপিক লিখে পড়বেন সেটা অনেক লং টাইম মনে থাকবে।যেখানে আপনি বেসিক চ্যাপ্টারটা শেষ করলেন তারপর ইউটিউব থেকে গিয়ে ঐ চ্যাপ্টারের উপর ওয়ানশট ক্লাশটা করে ফেলুন।ওয়ানশট ক্লাস করার ক্ষেত্রে আপনি যে বেসিক ক্লাসের নোট করেছিলেন ঐটার সাথে মিলাবেন যদি দেখেন কিছু এক্সট্রা ইনফো/বেসিক আসছে সেটা স্টিকি নোট দিয়ে লাগিয়ে দিবেন আপনার বেসিক ক্লাসের নোটে। এটা গেলো ক্লাস করার সেকশনের হিসাব৷ এখন, আপনি যে নোটটা করলেন সেটা আপনি অবশ্যই রিভিউ করবেন আর বইয়ের পেছনের ম্যাথ আর এমসিকিউ গুলো প্রথমে করবেন। তারপর টেস্ট পেপারটা করে ফেলবেন।
◾স্টেপ-০৩:
-যদি নোট করতে না পারেন তাহলে ক্লাসনোট প্রোভাইড করে ঐটা প্রিন্ট করে ফেলবেন।তারপর ঐটা মিলিয়ে মিলিয়ে ক্লাস করেন, কিছু লিখা ঐটাতে লিখবেন যদি টিচার ক্লাসে এক্সাট্রা কিছু বলে। নোটের পিডিএফ নই বরং আপনার সামনে যেন হার্ডকপি থাকে এটা এনশিউর করবেন।নোট করাকে ইম্পরট্যান্ট দিচ্ছি কারণ বইয়ে সব গুছানো নাই৷ গ্রুপ সাবজেক্টগুলা আসলে লিখে পড়ারই ব্যাপার। আপনি একবার লিখে নোট করবেন সেটা আপনার মাথায় সেট হয়ে যাবে। তারপর রিভিউ করলে দেখবেন পড়া আগে যে ভুলে যেতেন সেটা কমে গেছে। তবে মনে রাখুন, আপনি মানুষ। আপনি ভুলবেন, আবার পড়বেন, আবার ভুলবেন। কিন্তু একটা সময় সব পড়া যখন শেষ হয়ে বারবার রিভিশন হবে আপনার পড়া নিজের মধ্যে আত্মস্থ হয়ে যাবে। কিন্তু পড়া থেকে ডিটাচড্ হওয়া যাবে না৷
◾স্টেপ-০৪:
-যে চ্যাপ্টার পড়বেন ঐ চ্যাপ্টারে যত ফমূলা আছে সবগুলো আপনি কিভাবে আসছে প্রমাণ পড়েছেন কিন্তু সব সূত্র একটা আলাদা পেইজে/হোয়াইট বোর্ডে লিখে বারবার প্রেকটিস করবেন ঐদিন।ঐ চ্যাপ্টার পড়ার সময় যেন ৫ বার সূত্র গুলো লিখা হই আপনার৷ ৩ বার দেখে লিখবেন, ২ বার না দেখে লিখবেন৷
◾স্টেপ-০৫:
-পরীক্ষা দিবেন।ভুল হলে ঐটপিক আবার রিভিউ করবেন।
এত স্টেপ দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি একবার এইভাবে শুরু করুন ইনশাআল্লাহ ফ্লো আসবে। পড়া মনে থাকবে। এইভাবে করতে করতে দেখবেন নিজেই আবিষ্কার করে ফেলেছেন আপনি আসলে কিভাবে পড়লে আরও ইফেক্টিভ হই।
©হামীম জহুর
#ngl_ask
7 college এ ভর্তি আছো,second time MAT দিতে চাইলে তো ভালোই, পড়া শুরু করে দাও, math daily কিছু সময় দেখিও,practice করিও যাতে ভার্সিটি exam যদি দাও preparation safe থাকে, তুমি এগিয়ে থাকো।
#ngl_ask
একদিন লাশেরা চিৎকার করে উঠবে;
চিহ্নিত হবে খুনীদের চেহারা।
চিহ্নিত হবে তারা
যারা পাহারা দিয়েছিলো খুনীদের অস্ত্র।
কলমের কালিতে
দারুন নির্লজ্জতায় যারা আদায় করেছে
সেই অস্ত্রের লাইসেন্স;
তাদেরকেও দাঁড় করানো হবে কাঠগড়ায়।
সুনিপুণ শিল্পীর মতো
খুন করে শাদা রুমালে যারা
মুছে ফেলেছিলো রক্তের দাগ;
লাশ সকল একদিন চিৎকার করে
বলে দেবে তাদের নামও।
যারা আজ—
খুনীদের হয়ে লেখে
গান গায়
অভিনয় করে
কথা বলে
সাবধান
সাবধান
সাবধান
লাশেরা ভুলে না কিছুই।
©আরিফ আজাদ
হ্যা,২৫ ব্যাচ এর যারা আছো এখন থেকেই এক্সট্রা ইনফো গুলো পড়ে ফেলার ট্রাই করবে।। তাহলে পরবর্তিতে এগিয়ে থাকবে অনেক।
#ngl_ask
24 ব্যাচ নিয়ে আগেও বলেছি।। মানে magical একটা ব্যাচ। জাদুর হাত দিয়ে যা ছোঁয় তাই স্থগিত হয়ে যায়🥲
আসলে তোমাদের পরিস্থিতিটাও অনুকূল না। কিন্তু কি করবে বলো! পড়তে তো হবে।। এই যে যেই সময়টা স্থগিত হলো ,যেগুলো সময় চলে গেছে ওইটার গ্যাপ তো সহজে পূরণ হবে না।।এখন সামনে যেই সময় টা আছে ঐটাকেই কাজে লাগাতে হবে।। পরিস্থিতি যাই হোক, HSC তেই ফোকাস করতে হবে,কারণ অটোপাস এর আশা নাই।। এক্সাম নিবেই তারা।। দুনিয়া ডুইবা যাইবো তাও এগো এক্সাম নেয়া লাগবো।। কষ্ট হইলেও পড়,ইবাদত বন্দেগী করো, আল্লাহর কাছে দুআ করো,চাও বেশি করে, বদ দুয়া করো জালেমদের জন্য।। হতাশ হয়ও না।। তোমাদের ব্যাচমেট ও কিন্তু শহীদ হয়েছে আহত হয়েছে অনেকে, তাদের স্মরণ রাখিও।।
#ngl_ask
বেশি দূরে হলে আমার মতে অনলাইনে MAT course এ admit হয়ে, অফলাইনে আপনার ঐখানে যেই উন্মেষ এর ব্রাঞ্চ আছে সেখানে এক্সাম ব্যাচ স্টার্ট করলে ঐখানে ভর্তি হইয়েন ।। অনলাইন class+ offline exam ব্যাচ বেস্ট হবে( personal opinion)।।। ওতো দূর থেকে এসে অনেকেই pblm face করে যারা যাতায়াত কম করে / ঢাকা প্রথম আসে।।
অনলাইন প্লাটফর্ম কোনটা বেস্ট হবে এগুলো বললে মারামারি হবে, সবাই ভালো পড়ায়, নিজের বেষ্ট টা দিয়ে পড়ায় তবে তুমি অনলাইনে class dekho কিছু,আমি বলে দিচ্ছি কোনগুলো দেখবা, পরে যেইটাতে মনে হবে পড়া ভালো ক্যাচ করতে পারতেছ ঐটা নিজের জন্য বেছে নিও।।
Mediaim,SABAS,Battles of biology,medilogy,ACS,biology haters DMC station সহ etc platforms আছে।।
পার্সোনালি Mediaim আর SABAS খুব কাছ থেকে দেখা হয়েছে, মনিটরিং mentoring এ এগিয়ে।। তবু দেখতে পারো সব কিছু বিবেচনা করে।
#ngl_ask
সেকেন্ড টাইমার হলে ৫ কাটবে।
সরকারি মেডিকেল/ডেন্টাল বাদে যেখানেই ভর্তি হও, ৫ কাটবে।
#ngl_ask
অনলাইনে যদি কোনো ফুল medical ব্যাচ এ থাকো,তাহলে তো আর অফলাইন এ আবার ভর্তি হওয়ার দরকার নেই।। হ্যা,Offline এক্সাম ব্যাচ এ ভর্তি হতে পারো,এটা বেস্ট হবে।।
নিজে পড়া বেশি important, নিজেকে সময় দিও।।
#ngl_ask
📌কি একটা অবস্থা নাম্বার কাটা নিয়ে আরে ভাই কোনো মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকাবস্থায় দ্বিতীয়বার যারা পরীক্ষা দিবে কেবলমাত্র তাদেরই ১০ মার্কস কাটা যাবে, যেটা আগে ৮ কাটত।🙂এছাড়া বাকি সেকেন্ড টাইমারদের ৫ মার্কস কাটা হবে, আগের মত। এগুলো নিয়ে চিন্তা করিও না।। পড়ায় ফোকাস করো, নয়তো মিডিয়া মাথাটা আউলায় ফেলবে তোমাদের🥲।।
#ngl_ask