amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

আমি রসমালাই,সন্দেশ আর কাঁচাগোল্লা বানাবো বাসায়🤤🤤🤤

Читать полностью…

important Info + links

একটা বিষয় চিন্তা করতেছি যে, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ তায়ালাকে বলতে পারবো যে, হে আল্লাহ! দুনিয়ার জীবনেই আমরা জাহান্নামের মধ্যে ছিলাম। এখন আখিরাতে আর জাহান্নামে দিও না। বরং যেসব মানুষগুলো তাদের দুনিয়ার জীবনকে জান্নাত বানানোর জন্য আমাদের জীবনকে জাহান্নাম বানিয়ে রেখেছিলো, আজ তাদেরকে আমাদের সামনে জাহান্নামে নিক্ষেপ করে আমাদের অন্তর প্রশান্ত করো🙂...

Читать полностью…

important Info + links

⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪

পদার্থবিজ্ঞান প্রশ্নের এনালাইসিস-

🔰 পদার্থবিজ্ঞান ১ম পত্র - ৭টি

🟩 ভৌতজগৎ ও পরিমাপ - 🚫
🟩 ভেক্টর - 🚫
🟩 গতিবিদ্যা - 🚫
🟩 নিউটনীয় বলবিদ্যা - ১টি
🟩 কাজ, শক্তি ও ক্ষমতা - ২টি
🟩 মহাকর্ষ ও অভিকর্ষ - 🚫
🟩 পদার্থের গাঠনিক ধর্ম - 🚫
🟩 পর্যাবৃত্ত গতি - 🚫
🟩 তরঙ্গ - ৪টি
🟩 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব - 🚫

🎖️ পদার্থবিজ্ঞান ১ম পত্র - ৭টি প্রশ্ন (শর্ট - ৩টি, ফুল - ৪টি)
✅ ৭টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️

- তপন স্যারের অনুশীলনী : ২টি
- ইসহাক স্যারের অনুশীলনী : ৫টি


🔰 পদার্থবিজ্ঞান ২য় পত্র - ১৩টি

🟩 তাপগতিবিদ্যা - ৩টি
🟩 স্থির তড়িৎ - ২টি
🟩 চল তড়িৎ - ২টি
🟩 তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া - 🚫
🟩 তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ - 🚫
🟩 জ্যামিতিক আলোকবিজ্ঞান - ১টি
🟩 ভৌত আলোকবিজ্ঞান - 🚫
🟩 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা - ১টি
🟩 পরমাণুর মডেল - ২টি
🟩 সেমিকন্ডাক্টর - ১টি
🟩 জ্যোতির্বিজ্ঞান - ১টি


🎖️ পদার্থবিজ্ঞান ২য় পত্র - টি প্রশ্ন (শর্ট - ১১টি, ফুল - ২টি)
✅ ১৩টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️
- তপন স্যারের অনুশীলনী : ৬টি
- ইসহাক স্যারের অনুশীলনী : ৭টি


🎖️ পদার্থবিজ্ঞান - ২০টি (শর্ট - ১৪টি,  ফুল - ৬টি)
✅২০টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️
- তপন স্যারের অনুশীলনী : ৮টি
- ইসহাক স্যারের অনুশীলনী : ১২টি



#SABAS #analysis

Читать полностью…

important Info + links

ভোরের আকাশে একখন্ড তুলো❤️

Читать полностью…

important Info + links

⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩

রসায়ন প্রশ্নের এনালাইসিস-

🔰 রসায়ন ১ম পত্র - ১০ টি

✅ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার - ২টি
✅ গুণগত রসায়ন - ২টি
✅ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন - ১টি
✅ রাসায়নিক পরিবর্তন - ৩টি
✅ কর্মমুখী রসায়ন - ২টি

🎖️ রসায়ন ১ম পত্র - ১০ টি প্রশ্ন (শর্ট - ৮টি, ফুল - ২টি)
✅ ৭টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে


🔰 রসায়ন ২য় পত্র - ১৫ টি

✅ পরিবেশ রসায়ন - ২টি
✅ জৈব রসায়ন - ১০টি (5★)
✅ পরিমাণগত রসায়ন - ২টি
✅ তড়িৎ রসায়ন - ১টি
✅ অর্থনৈতিক রসায়ন - 🚫

🎖️ রসায়ন ২য় পত্র - ১৫ টি প্রশ্ন (শর্ট - ১৩টি, ফুল - ২টি)
✅ ১৫টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️

🎖️ রসায়ন - ২৫টি (শর্ট - ২১ টি,  ফুল - ৪ টি)
✅ ২২টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে (হাজারি স্যার) ‼️

#SABAS #analysis

Читать полностью…

important Info + links

⚫HSC-26 Batch

◾ডেয়ার কলেজ ফ্রেশার'স:

★সাজেশন-০১:তোমাদের কলেজে হয়তো ক্লাস এখনও হয়তো শুরু হই নি।তোমাদের জন্য প্রথম পরামর্শ হলো:যদি সার্মথ্য থাকে বই কিনবে সব মেইন রাইটারের(যেমন:হাজারী স্যারের সাথে কবিরও কিনবে)।মনে রেখো:বই কিনে কেউ দেউলিয়া হই নি।হয়তো একটু খরচ বেশি হবে বই থাকলে যে সুবিধা পাবে
সেটা পরবর্তীতে তুমি নিজেই বুঝে যাবে।


★সাজেশন-০২:এখন তোমরা যারা নিজেদের এগিয়ে রাখতে চাচ্ছো তোমরা কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ সব বই শেষ করে পাটিয়ে দিবে চিন্তা করছো। কিন্তু তুমি সিস্টেমে না ডুকা অবধি সিরিয়াসনেস আসবে না এটা স্বাভাবিক। তবে তোমার অবশ্যই ১/২ টা করে চ্যাপ্টার টার্গেট করে ইউটিউব থেকে করে ফেলো। অবশ্যই নোট করবে।ভিডিও দেখলে ঐ পড়া ভিডিও শেষ হওয়ার সাথে সাথে চলে যাবে। ট্রাস্ট মি।

★সাজেশন-০৩:তোমরা কয়েকদিন পরেই বিভিন্ন পেইড ব্যাচে এড হবে। এক্ষেত্রে যে প্লাটফর্মে এড হবে ঐ প্লাটফর্মের একটা চ্যাপ্টারের ফুল ক্লাস করবে।তোমার কাছে যদি মনে হই তুমি ক্লাসগুলো বুঝো এবং মজা লাগছে-তাহলে প্রাইমারি ভাবে চিন্তা করবে ঐটাতে ভর্তি হওয়া যায়।কিন্তু ভর্তি হওয়ার আগে যে চ্যাপ্টার ক্লাস করছো সে চ্যাপ্টারের বইয়ের পেছনের ম্যাথ কিংবা বোর্ড কুয়েশ্চন বা কুয়েশ্চন ব্যাংক ইজিলি সলভ করতে পারো কি না চেক করবে৷ যদি
পারো তাহলে ভর্তি হয়ে যেও। কারো মিষ্টি কথায় ভুল পথে পা দেওয়া যাবে না মাই ডেয়ার।


★সাজেশন-০৪:প্লিজ, ননমাহরাম থেকে বেঁচে থাকার ট্রাই করিও।এই ননমাহরাম তোমার দুনিয়া ও আখিরাত সবই শেষ করবে।নোট শেয়ারিং, পড়াশোনা রিলেটেড হেল্পের কথা বলে এই ফিতনায় জড়ালে আর বেরিয়ে আসতে পারবে না।মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে বন্ডিং ক্রিয়েট করো। তুমি এখনও বাচ্চা তাই তোমাকে জানিয়ে দেওয়া জরুরি মনে করলাম। একান্ত কাউকে ভালো লাগলে বাসায় বলে আকদাহ করিয়ে রাখো যার যার ফ্যামিলিতে,তোমাদের দায়িত্ব(একে অন্যের) নেওয়ার বয়স হলে বাসায় নিয়ে আসো। টেক কেয়ার।

©হামীম জহুর

#ngl_ask #HSC_26

Читать полностью…

important Info + links

▶️মেডিকেল প্রিপারেশন(HSC-23+24)

◾বায়োলজি-কেমিস্ট্রি-ফিজিক্স

•Step-01:প্রথমে যেকোন চ্যাপ্টারের কোন একটা ক্লাস ইউটিউব থেকে/যেখানে ভর্তি আছেন ঐখান থেকে দেখে নিবেন৷যার ক্লাস ইফেক্টিভ এমন ক্লাস দেখবেন।শুধু বই দাগানো ক্লাস দেখে সময় নষ্ট করবেন না।

আপনি এতদিন নোট করছেন কিংবা বইয়ে গুছিয়েছেন ঐখানে লিখবেন ক্লাসে যা পড়াই এক্সট্রা ঐটা।যেমন:কোন ট্রিকস দিলো ঐটা কিংবা কোন ইজি ফিগার। নোট না থাকলে নোট করবেন(ফরজে আইন)।যদি সময় স্বল্পতার কারণে নোট করতেও না পারেন বইয়ে গুছিয়ে রাখবেন যেন সব একসাথে থাকে।

এখন আপনার কাজ ঐ সেইম চ্যাপ্টার গুলো আবার পড়বেন সাথে দাগানো বইটা আর নোটটা সামনে রাখবেন। ফুল বই রিডিং দিবেন ঐ চ্যাপ্টারের।রিডিং দেওয়ার সময় আপনি দাগানো বইয়ে দেওয়া লাইনগুলো হলুদ মার্কার দিয়ে মার্ক করুন।


তারপর আবার রিডিং দেন। এখন, হলুদ মার্কার করা লাইন ছাড়া আপনার যা যা ইম্পরট্যান্ট লাগবে সবুজ মার্কার দিয়ে মার্ক করুন।

•Step-2:Practice Hour

★বুটানি:
-হাসান স্যার, আজিবুর স্যার, আলিম স্যার

★ জুলোজির
-আজমল স্যার,মাজেদা ম্যাম, আলিম স্যার

এদের অনুশীলনীতে যা বোর্ড এমসিকিউ আছে সব দেখবেন।মাজেদা ম্যাম এর সারসংক্ষেপ অবশ্যই পড়বেন।সারসংক্ষেপ অনেককিছু আপনি আগে থেকে পারবেন বাট যেগুলো সমস্যা মনে হবে স্টার দিয়ে রাখবেন।এক্সামের সময় জাস্ট স্টার দেওয়া অংশই দেখবেন।

★ ফিজিক্স:
-ইসহাক স্যার,তপন স্যার(২ টার অনুশীলনী ফরজে আইন)


★কেমিস্ট্রি:
-হাজারী স্যার, কবির স্যার, গুহ স্যার (সবার অনুশীলনী+বক্স কুয়েশ্চন★★★)

•Step-03:এখন জাবি ডি এবং সিউ কুয়েশ্চন ব্যাংক,গুচ্ছ কুয়েশ্চন(জ্ঞানমূলক) থেকে ঐ চ্যাপ্টারটা একবার দেখে ফেলুন।কঠিন ম্যাথমেথিক্যাল কুয়েশ্চন আসলে স্কিপ করতে পারেন বাট সেকেন্ড টাইমাররা করে রাখলে এগিয়ে থাকবেন।


•step-04: ভার্সিটি কুয়েশ্চন গুলো সলভ করার ক্ষেত্রে আপনি দেখবেন কিছু ইনফো পাবেন যেগুলো কোন বইয়ে নাই কিন্তু কয়েকবার আসছে৷ ঐগুলা ভার্সিটি ইনফো বক্স নামে ঐ চ্যাপ্টারের নোটের পেছনে লিখবেন।


•Step-05:এবার এক্সট্রা ইনফো(এক্সট্রা রাইটারের চ্যাপ্টারের ভেতরের কনটেন্ট) আপনার সাধ্যনুযায়ী দেখেন।


•Step-06:আবার রিভিশন দেন একটা ফিক্সড টাইম সেট করে।রিভিশন দেওয়ার সময় নোট খাতা এবং বই একসাথে রাখবেন।মনে রাখবেন,বই আপনার ফাস্ট প্রায়োরিটি।রিভিউ করা শেষে এক্সাম দেন যত খুশি।


ইনশাআল্লাহ, আপনার রব আপনাকে সহজ করে দিবেন এই কঠিন যাত্রা।


©হামীম জহুর
#admission #second_timers #ngl_ask

Читать полностью…

important Info + links

⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪

রসায়ন প্রশ্নের এনালাইসিস-

🔰 রসায়ন ১ম পত্র - ১০টি

🟩 ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার - ১টি
🟩গুণগত রসায়ন - ৪টি (5★)
🟩 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন - ৩টি
🟩 রাসায়নিক পরিবর্তন - ২টি
🟩 কর্মমুখী রসায়ন - 🚫

🎖️ রসায়ন ১ম পত্র - ১০টি প্রশ্ন (শর্ট - ৯টি, ফুল - ১টি)
✅ ৯টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে

- কবির স্যারের অনুশীলনী : ২টি
- হাজারি স্যারের অনুশীলনী : ৭টি


🔰 রসায়ন ২য় পত্র - ১৫টি

🟩 পরিবেশ রসায়ন - ৫টি (5★)
🟩 জৈব রসায়ন - ৬টি (5★)
🟩 পরিমাণগত রসায়ন - ৩টি
🟩 তড়িৎ রসায়ন - ১টি
🟩 অর্থনৈতিক রসায়ন - 🚫

🎖️ রসায়ন ২য় পত্র - ১৫টি প্রশ্ন (শর্ট - ১৫টি, ফুল - ০টি)
✅ ১৪টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️
- কবির স্যারের অনুশীলনী : ১০টি
- হাজারি স্যারের অনুশীলনী : ৪টি


🎖️ রসায়ন - ২৫টি (শর্ট - ২৪টি,  ফুল - ১টি)
✅২৩টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼
- কবির স্যারের অনুশীলনী : ১২টি
- হাজারি স্যারের অনুশীলনী : ১১টি


#SABAS #analysis

Читать полностью…

important Info + links

Microsoft office( word, Excel, PowerPoint etc)এর কাজগুলো + Web development,graphics design , editing সহ আরো অনেক ক্ষেত্র আছে এগুলোতে ভালো ভালো লোক চাওয়া হয় অনেক স্থানে।
#skill #ngl_ask

Читать полностью…

important Info + links

দেখো তুমি পড় কেনো,আমি কেনো করি? ভালো একটা জব / চাকরি/ কেউ ব্যবসা etc এর জন্যই।। বর্তমানে তুমি national/ public/ private যেখানেই পড় না কেনো skill এর দিকে বেশি ফোকাস করবা।। আপডেট করো নিজেকে প্রতিদিন অল্প অল্প করে।। Computer based official ওয়ার্ক গুলো শিখে ফেলো সম্ভব না সামর্থ্য থাকলে।। এগুলোতে work space অনেক।। স্কিল হইলে দাম থাকে ভালো।।দেখবা তুমি ন্যাশনাল এ পড়েও অনেক ভালো একটা অবস্থানে আছো।

#ngl_ask

Читать полностью…

important Info + links

হ্যা #MAT এর জন্য botany extra বই হিসেবে আজিবুর স্যার এবং আলিম স্যার যথেষ্ট।
#ngl_ask

Читать полностью…

important Info + links

এই প্রজন্মকে আমরা আসলে বুঝতেই পারি নাই! এদের আমরা টিকটিক প্রজন্ম, ব্রয়লার প্রজন্ম হিসাবে কত তাচ্ছিল্য করেছি।
অথচ এরাই কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ!!

আহত বন্ধুকে ঔদ্ধত্য বুলেটর সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে আরেক বন্ধু!!
এমন বন্ধু কয়জনের ভাগ্যে জোটে?

ব্রাক ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে তাই তাদের রক্ষা করতে দৌড়ে আসছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি!
এমন সামাজিক বন্ধন শেষ কবে দেখেছেন?

ঢাবি আক্রান্ত হয়েছে তাই রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়েছে।
এমন ভ্রাতৃপ্রেম এই প্রজন্ম থেকে আশা করেছিলেন?

বিশ্বাস করুন; যারা রক্ত দিতে শিখে যায় তাদের হারানো সম্ভব হয় না।
ওরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, কারাগারে যাচ্ছে।
আপনার কি মনে হয় ওরা দমে যাচ্ছে?

বাঘ শিকারের আগে কয়েক কদম পিছিয়ে এসে অপেক্ষা করে শিকারের উপর ঝাপিয়ে পড়তে।
আমরা যাদের টিকটিক প্রজন্ম মনে করতাম, এরা আদৌতে একেকজন বাঘ!!

রাশেদ খান ভাই ঠিক বলেছেন❤️

Читать полностью…

important Info + links

HSC-25
১.যাদের ২য় পত্র পুরাপুরি বাকি
২.পড়ি কিন্তু ভুলে যাচ্ছি

কিছু স্টেপ ফলো করবেন এবং নিজের সর্বোচ্চ ইফোর্ট দিবেন।


◾স্টেপ-০১:
-আজকেই ২য় পত্রের সব বইয়ের সব চ্যাপ্টার গুলো একটা গ্যাফ খাতায় লিখবেন৷লিখার পর দেখুন টোটাল কয়টা চ্যাপ্টার আছে আর আপনার হাতে সময় কতটুকু আছে।একটা চ্যাপ্টারে কতদিন মিনিমাম দেওয়া উচিত সেটার একটা হিসাব করে ফেলুন৷সময় ভাগ করার ক্ষেত্রে ২টা সেকশন রাখবেন:১) মেইন ক্লাস কতক্ষণ লাগবে তার হিসাব ২)প্রেকটিস কতক্ষণ করবেন তার হিসাব৷


◾স্টেপ-০২:
-আপনি যেখানে ক্লাস করুন না কেন অনলাইনে এখন সব প্লাটফর্মই তাদের ক্লাশনোট পিডিএফ দিয়ে দেই। আপনি যদি পারেন অবশ্যই ক্লাসের সাথে সাথে লিখে ফেলবেন৷ অবশ্যই লিখবেন। প্লিজ এটাতে গাফিলতি করবেন না। আপনি যে টপিক লিখে পড়বেন সেটা অনেক লং টাইম মনে থাকবে।যেখানে আপনি বেসিক চ্যাপ্টারটা শেষ করলেন তারপর ইউটিউব থেকে গিয়ে ঐ চ্যাপ্টারের উপর ওয়ানশট ক্লাশটা করে ফেলুন।ওয়ানশট ক্লাস করার ক্ষেত্রে আপনি যে বেসিক ক্লাসের নোট করেছিলেন ঐটার সাথে মিলাবেন যদি দেখেন কিছু এক্সট্রা ইনফো/বেসিক আসছে সেটা স্টিকি নোট দিয়ে লাগিয়ে দিবেন আপনার বেসিক ক্লাসের নোটে।  এটা গেলো ক্লাস করার সেকশনের হিসাব৷ এখন, আপনি যে নোটটা করলেন সেটা আপনি অবশ্যই রিভিউ করবেন আর বইয়ের পেছনের ম্যাথ আর এমসিকিউ গুলো প্রথমে করবেন। তারপর টেস্ট পেপারটা করে ফেলবেন।


◾স্টেপ-০৩:
-যদি নোট করতে না পারেন তাহলে ক্লাসনোট প্রোভাইড করে ঐটা প্রিন্ট করে ফেলবেন।তারপর ঐটা মিলিয়ে মিলিয়ে ক্লাস করেন, কিছু লিখা ঐটাতে লিখবেন যদি টিচার ক্লাসে এক্সাট্রা কিছু বলে। নোটের পিডিএফ নই বরং আপনার সামনে যেন হার্ডকপি থাকে এটা এনশিউর করবেন।নোট করাকে ইম্পরট্যান্ট দিচ্ছি কারণ বইয়ে সব গুছানো নাই৷ গ্রুপ সাবজেক্টগুলা আসলে লিখে পড়ারই ব্যাপার। আপনি একবার লিখে নোট করবেন সেটা আপনার মাথায় সেট হয়ে যাবে। তারপর রিভিউ করলে দেখবেন পড়া আগে যে ভুলে যেতেন সেটা কমে গেছে। তবে মনে রাখুন, আপনি মানুষ। আপনি ভুলবেন, আবার পড়বেন, আবার ভুলবেন। কিন্তু একটা সময় সব পড়া যখন শেষ হয়ে বারবার রিভিশন হবে আপনার পড়া নিজের মধ্যে আত্মস্থ হয়ে যাবে। কিন্তু পড়া থেকে ডিটাচড্ হওয়া যাবে না৷


◾স্টেপ-০৪:
-যে চ্যাপ্টার পড়বেন ঐ চ্যাপ্টারে যত ফমূলা আছে সবগুলো আপনি কিভাবে আসছে প্রমাণ পড়েছেন কিন্তু সব সূত্র একটা আলাদা পেইজে/হোয়াইট বোর্ডে লিখে বারবার প্রেকটিস করবেন ঐদিন।ঐ চ্যাপ্টার পড়ার সময় যেন ৫ বার সূত্র গুলো লিখা হই আপনার৷ ৩ বার দেখে লিখবেন, ২ বার না দেখে লিখবেন৷


◾স্টেপ-০৫:
-পরীক্ষা দিবেন।ভুল হলে ঐটপিক আবার রিভিউ করবেন।



এত স্টেপ দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি একবার এইভাবে শুরু করুন ইনশাআল্লাহ ফ্লো আসবে। পড়া মনে থাকবে। এইভাবে করতে করতে দেখবেন নিজেই আবিষ্কার করে ফেলেছেন আপনি আসলে কিভাবে পড়লে আরও ইফেক্টিভ হই।


©হামীম জহুর

#ngl_ask

Читать полностью…

important Info + links

7 college এ ভর্তি আছো,second time MAT দিতে চাইলে তো ভালোই, পড়া শুরু করে দাও, math daily কিছু সময় দেখিও,practice করিও যাতে ভার্সিটি  exam যদি দাও preparation safe থাকে, তুমি এগিয়ে থাকো।
#ngl_ask

Читать полностью…

important Info + links

একদিন লাশেরা চিৎকার করে উঠবে;
চিহ্নিত হবে খুনীদের চেহারা।

চিহ্নিত হবে তারা
যারা পাহারা দিয়েছিলো খুনীদের অস্ত্র।
কলমের কালিতে
দারুন নির্লজ্জতায় যারা আদায় করেছে
সেই অস্ত্রের লাইসেন্স;
তাদেরকেও দাঁড় করানো হবে কাঠগড়ায়।

সুনিপুণ শিল্পীর মতো
খুন করে শাদা রুমালে যারা
মুছে ফেলেছিলো রক্তের দাগ;
লাশ সকল একদিন চিৎকার করে
বলে দেবে তাদের নামও।

যারা আজ—
খুনীদের হয়ে লেখে
গান গায়
অভিনয় করে
কথা বলে

সাবধান
সাবধান
সাবধান

লাশেরা ভুলে না কিছুই।


©আরিফ আজাদ

Читать полностью…

important Info + links

বাংলাদেশ এমন একটা দেশ, যেটা বেশি দরকারি, সেটার দাম ই বাড়ে! এমন একদিন আসবে, যেদিন 'মিষ্টি' সবচেয়ে বেশি দরকার হবে, আশ্চর্যজনক ভাবে সেদিন মিষ্টির দাম ও কমে যাবে! দোকানদার রা খুশিতে মিষ্টির দাম কমাবে যাতে সবাই খেতে পারে! এমন একদিন আসবে ইনশাআল্লাহ<

Читать полностью…

important Info + links

⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩

পদার্থবিজ্ঞান প্রশ্নের এনালাইসিস-

🔰 পদার্থবিজ্ঞান ১ম পত্র - ৮ টি

✅ ভৌতজগৎ ও পরিমাপ - 🚫
✅ ভেক্টর - 🚫
✅ গতিবিদ্যা - ১টি
✅ নিউটনীয় বলবিদ্যা - ৩টি
✅ কাজ, শক্তি ও ক্ষমতা - 🚫
✅ মহাকর্ষ ও অভিকর্ষ - ৩টি
✅ পদার্থের গাঠনিক ধর্ম - ১টি
✅ পর্যাবৃত্ত গতি - 🚫
✅ তরঙ্গ - 🚫
✅ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব - 🚫

🎖️ পদার্থবিজ্ঞান ১ম পত্র - ৮ টি প্রশ্ন (শর্ট - ৬টি, ফুল - ২টি)
✅ ৮টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️‼️


🔰 পদার্থবিজ্ঞান ২য় পত্র - ১২ টি

✅ তাপগতিবিদ্যা - ২টি
✅ স্থির তড়িৎ - 🚫
✅ চল তড়িৎ - ৩টি
✅ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া - ১টি
✅ তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ - ১টি
✅ জ্যামিতিক আলোকবিজ্ঞান - ১টি
✅ ভৌত আলোকবিজ্ঞান - ১টি
✅ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা - ১টি
✅ পরমাণুর মডেল - 🚫
✅ সেমিকন্ডাক্টর - 🚫
✅ জ্যোতির্বিজ্ঞান - ২টি


🎖️ পদার্থবিজ্ঞান ২য় পত্র - ১২ টি প্রশ্ন (শর্ট - ৭টি, ফুল - ৫টি)
✅ ১২টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️‼️

🎖️ পদার্থবিজ্ঞান - ২০টি (শর্ট - ১৩ টি,  ফুল - ৭ টি)
✅ ২০টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে (ইসহাক স্যার + তপন স্যার) ‼️‼️

#SABAS #analysis

Читать полностью…

important Info + links

আলহামদুলিল্লাহ,সকাল সকাল আল্লাহ একটা খুশির বার্তার ব্যবস্থা করে দিলেন।। ভাগ্নের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ।। দাদা হয়ে গেলাম❤️🤍
সকলের কাছে নাতনির জন্য দুআর দরখাস্ত 🌸🤲

Читать полностью…

important Info + links

⚕️ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২২

রসায়ন প্রশ্নের এনালাইসিস-

🔰 রসায়ন ১ম পত্র - ৮টি

✅ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার - 🚫
✅ গুণগত রসায়ন - ২টি
✅ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন - ৩টি
✅ রাসায়নিক পরিবর্তন - ৩টি
✅ কর্মমুখী রসায়ন - 🚫

🎖️ রসায়ন ১ম পত্র - ৮টি প্রশ্ন (শর্ট - ৬টি, ফুল - ২টি)
✅ ৮টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে

- কবির স্যারের অনুশীলনী : ৪টি
- হাজারি স্যারের অনুশীলনী : ৪টি


🔰 রসায়ন ২য় পত্র - ১৭টি

✅ পরিবেশ রসায়ন - ৬টি
✅ জৈব রসায়ন - ৭টি (5★)
✅ পরিমাণগত রসায়ন - ৩টি
✅ তড়িৎ রসায়ন - ১টি
✅ অর্থনৈতিক রসায়ন - 🚫

🎖️ রসায়ন ২য় পত্র - ১৭টি প্রশ্ন (শর্ট - ১৭টি, ফুল - ০টি)
✅ ১০টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে ‼️
- কবির স্যারের অনুশীলনী : ৬টি
- হাজারি স্যারের অনুশীলনী : ৪টি


🎖️ রসায়ন - ২৫টি (শর্ট - ২৩টি,  ফুল - ২টি)
✅ ১৮টি প্রশ্নই এসেছে অনুশীলনীর এমসিকিউ থেকে (হাজারি স্যার + কবির স্যার) ‼️

#SABAS #analysis

Читать полностью…

important Info + links

It’s ok. You just forgot who you are.
Welcome back.
I hope you win your silent battles.

Читать полностью…

important Info + links

Interesting image.

Shonir Akhra, Dhaka.
July 2024, Bangladesh.

Читать полностью…

important Info + links

অনেকে মাঠে নেমেও, নিশ্চিত মৃত্যু হতে পারে এমন পরিস্থিতি থেকেও আল্লাহর সাহায্যে ফিরে এসেছেন। অথচ অনেকেই আছে যারা ছাদে, বারান্দায় কিংবা জানালার পাশে থেকেও, আন্দোলনের ধারেকাছে না থেকেও না ফেরার দেশে চলে গেছেন।

বিপদ-আপদ থেকে শুরু করে সবকিছুই আল্লাহর নির্ধারিত সময়ে, আল্লাহর ইচ্ছায় আপনার সামনে উপস্থিত হবে। কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না যতক্ষণ না সেই ক্ষতি আপনার তকদিরে লিখা থাকবে।

তার মানে এই না যে, নিজেকে ধ্বংসের মুখে জেনেশুনে ঠেলে দেবেন। তার মানে এটাও না যে, কোনো ধরণের জুলুমের প্রতিবাদ করবেন না, সবসময় নিজেকে নিয়ে ভাববেন। আবেগ এবং বিবেকের সমন্বয় করে, নিজের জ্ঞান-প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নিজের অবস্থান থেকে যখন যেভাবে সম্ভব প্রতিবাদ করবেন। কোনো এক পর্যায়ে গিয়ে আপনি শত্রুর ক্ষতি করবেন এমন আশায় বুক না বেঁধে নিজের অবস্থান থেকে যা সম্ভব তা নিয়ত শুদ্ধ রেখে করে যাবেন।

মনে রাখবেন, আপনার দায়িত্ব অনেক!

©Mayraj Hossain

Читать полностью…

important Info + links

বিশেষ প্রয়োজন হলে আমাকে বইলেন, পরে উনার id দিবো নে (আপুদের জন্য just)

Читать полностью…

important Info + links

উনি SUST এর অধিবাসী।।

কথা বলার ক্ষেত্রে ভাইদের জন্য নিষেধাজ্ঞা আছে।। কোনো আপু বলতে চাইলে অনুমতি দেয়া আছে।। খারাপ মানুষ আরকি, safety first...🙂🤲

#ngl_ask

Читать полностью…

important Info + links

ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি ধারণা নেই আমার।। তবে ব্র্যাক এ সুযোগ সুবিধে, lab facility ভালো শুনেছিলাম।। তবু অভিজ্ঞ কারো থেকে এ বিষয়ে পরামর্শ নিও ইন শা আল্লাহ।

#ngl_ask

Читать полностью…

important Info + links

I know u are all tired of trying.
But don't give up.. it's your battle and u will win it in Shaa Allah ❤️🌸

Читать полностью…

important Info + links

মেইন writer এর বই new পড়া ভালো ।। না থাকলে 23 এর গুলো পড়তে পারো,এগুলো অনলাইনে অনেক জায়গায় available আছে।। Question কিন্তু কোনো কোচিং করবে না খেয়াল রাখা জরুরি❤️☺️।

#ngl_ask

Читать полностью…

important Info + links

খালি দাগানো লাইন পড়তে মানা করি,এর কারণ হইলো ভাইয়ারা যেগুলো দাগিয়ে দেন ওইগুলো উনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।। মাঝে কিছু লাইন হয়তো তাদের কাছে তেমন important মনে না হলেও টিচারদের কাছে ওইগুলোর মধ্যেই কোনো একটা লাইন important মনে হতে পারে ।।সেইখান থেকে যদি qna দিয়ে দেয় তাহলে তো কষ্ট লাগবেই।। এজন্যই বলি নিজে থেকে আগে রিডিং দিবা বই ভাল করে। নিজেকে নিজে প্রশ্ন করবা।। তারপর second বার দাগানো লাইন দেখবা জাস্ট।। Physics,chem অনুশীলনীর question এর উপর একটু গুরুত্ব ভালো করে দিও।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

national এর ফাইনাল এক্সাম আর কৃষি এক্সাম একই দিনে না হওয়ার সম্ভাবনাই বেশি।। তবে হলেও, যেহেতু agri preparation নিচ্ছেন ঐটাই ফোকাস করেন।। লাস্ট chance miss করিয়েন না।। Best of luck ❤️

#ngl_ask

Читать полностью…

important Info + links

বিয়ে অনেক আগেই done, দাওয়াত যেদিন ঢাকা আসবে, আমার বাসা হইয়া যাইও খাওয়াবো নি।।
বাসা নিজ দায়িত্বে খুঁজে নিবে বুঝলা 🙂
#ngl_ask

Читать полностью…
Subscribe to a channel