Breaking News!
১ আগস্ট পর্যন্ত HSC পরীক্ষা স্থগিত করা হয়েছে ।
(২৮,২৯,৩১ জুলাই ও ১ আগস্ট এর পরীক্ষা স্থগিত)
Source :ATN News
আগামী রবিবার (২১ জুলাই) থেকে বুধবার (২৫ জুলাই) পর্যন্ত অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ২৮ এপ্রিল থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বলা হয়েছিল, বৃহস্পতিবারের (১৮ জুলাই) অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষাটি তারিখও পরে জানানো হবে জানানো হয়েছিল।
The Daily Campus
এডমিশনের সময়ে পরীক্ষা হবে কি হবে না এমন চিন্তা মাথাতেই নিয়ে আসা উচিত না ।
কারন এরকম দ্বিধায় পড়লে তোমার Concentration নষ্ট হয়ে যাবে এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবে ।
আর পরীক্ষা যদি কোনভাবে পিছিয়েই যায় , এখন পড়াশোনা করলে তো ক্ষতি নেই তাই না?
প্রতিসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কৃষির জন্য।
একবার চোখ বুলিয়ে আসো ভিডিও টাতে।
আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে ভিডিও টা দেখো।
/channel/ConfusingQuestions5/23167
🚫প্যাচ লাগানো নিষেধঃ
শ্বসন হার-
⚡ম্যালিক এসিডঃ 1.33
⚡ ওলিক এসিডঃ 0.71
⚡ গ্লুকোজ:1
কিভাবে প্যাচ এড়ানো যায়?
দেখো ম্যালিক এর প্রথম অক্ষর কি? M তাই না? এখন এই M কে ঘুরিয়ে দাও একবার। কি হলো? 3 তাই না? এখান থেকে মনে রাখবো ম্যালিক এসিড 1. 33
এবার ওলিক অ্যাসিড। ওলিক এসিড লিখতে প্রথম অক্ষর O, তাই না? এই O টা আবার দেখতে ০(জিরো) এর মতো। তাই না? এখান থেকে মাথায় রাখবো ওলিক এসিড 0.71.
আর বাকি থাকলো গ্লুকোজ। তো এই তিনটার দুইটাই নিয়ে গেল ম্যালিক আর ওলিক। যেটা বাকি থাকে সেটা গ্লুকোজ।
@ Dihan
@ Exam Mate
আরো এরকম গুরুত্বপূর্ণ information এর জন্য ক্লাস দুইটা করো ।
Medical, Varsity সবকিছুর জন্য দারুন helpful হবে ।
দানাযুক্তর সবার শেষে কিন্তু ফিল আছে
গ্রানুলোসাইট হল শ্বেত রক্ত কণিকা যার সাইটোপ্লাজমে দানা বা কণা থাকে। এগুলি হল পলিমারফোনিউক্লিয়ার নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল
🔗 কৃষিতে রক্ত ও সংবহনতন্র Chapter থেকে 4- 5 টি Question করা হয় ।
নিচের দুইটি Class এ এই Chapter এর সবচেয়ে important Question এর Explanation দেওয়া হয়েছে
✅Class No 1: Click Here
✅Class No 2: Click Here
অ্যাকডেমিক এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক "প্রতিসাম্য "
খুব সহজে মনে রাখা যায় যদি একটু বুদ্ধি খাটানো যায়।
আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা
https://youtu.be/TdzlQF5b2j0?si=n1nv85iOPdTIJ4cX
সতর্কতা 🛑
শুধুমাত্র স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে
আগামী ২৮ জুলাই(অর্থনীতি দ্বিতীয় পত্র)যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৯ জুলাই -জীববিজ্ঞান প্রথম পত্র
আশা করি আর কনফিউশন থাকবে না।
Here is a list of some major news channels in Spain along with their official contact emails where available:
1. RTVE (Radiotelevisión Española)
- Channel: La 1, La 2, 24h
- Email: info@rtve.es
2. Antena 3
- Channel: Antena 3
- Email: informacion@antena3.com
3. Telecinco
- Channel: Telecinco
- Email: noticias@telecinco.es
4. La Sexta
- Channel: La Sexta
- Email: noticias@lasexta.com
5. Cuatro
- Channel: Cuatro
- Email: contacto@cuatro.com
6. TV3
- Channel: TV3
- Email: atencio@tv3.cat
7. Canal Sur
- Channel: Canal Sur
- Email: informacion@rtva.es
8. ETB (Euskal Telebista)
- Channel: ETB1, ETB2
- Email: eitb@eitb.eus
9. Telemadrid
- Channel: Telemadrid
- Email: atenciontelevidentes@telemadrid.es
10. À Punt
- Channel: À Punt
- Email: apunttv@apuntmedia.es
©️Aeysha Ferdous Antara
কৃষি গুচ্ছ কি পিছাবে? পিছালে কি করা উচিত? আর না পিছালে শেষ সময়ে কোন ট্রিকস ফলো করে কৃষিতে কোপ দিতে পারো সে বিষয়ে আলোচনা করেছেন কৃষিগুচ্ছে মেধা তালিকায় ৭৬ তম হওয়া সাহারূপ ভাইয়া। জলদি দেখে আসো গাইডলাইন মূলক গুরুত্বপূর্ণ ভিডিওটি-
লিংক:: https://youtu.be/E_TuNKWqXsg
⭐️Free Exam
⏺Agri standard Model Test by Exam Mate
✅16/07/2024-Model Test 1
✅17/07/2024-Model Test 2
✅18/07/2024-Model Test 3
⏺যে চ্যানেলে নেওয়া হবে:
/channel/Edu_Mate_Official
আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ পরীক্ষা সন্নিকটে। শেষ সময়ে কি করা উচিত, কিভাবে পড়বে ইত্যদি বিষয়ে গাইডলাইন নিয়ে আসছেন সাহারূপ হাসান সৈকত ভাইয়া(বাকৃবি)। কৃষিগুচ্ছ নিয়ে তোমার কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারো আমাদের।
Читать полностью…এখন থেকে YouTube এ সুন্দর system এ Poll Solve করতে পারবে
(With Explanation )
🌱Link : Click Here
দেখো Question এ কিন্তু মান পরিবর্তন করে দিয়েছে।
সেজন্য ছোট calculation ও মনে রাখবে
তোমরা অনেকেই শুধু মুখস্থ করে এসেছিলে AV node কে সংরক্ষিত পেসমেকার বলা হয়
কিন্তু কেনো ?
এটা অনেকেই জানো না
কোনো রোগের কারণে যদি SA Node এর কার্যক্ষমতা কমে যায় তখন AV node তার কাজ শুরু করে সেজন্যই AV Node কে সংরক্ষিত পেসমেকার বলা হয় ।
আর SA Node Naturally কাজ করে তাই প্রাকৃতিক পেসমেকার।
আর পেসমেকার শব্দের অর্থ গতি তৈরি এটাও মনে রাখবে ।
তোমাদের সৈকত ভাইয়া কিন্তু অনেক সুন্দর ক্লাস নেয় (with Basic )
মিস দিবে না কোনো ক্লাস
কৃষিগুচ্ছের জন্য রক্ত ও সংবহন অধ্যায়ের সবচেয়ে গুরত্বপূর্ণ এম সি কিউগুলো নিয়ে সাজানো হয়েছে ক্লাসটি। ক্লাসটি নিয়েছেন বাকৃবির শিক্ষার্থী সাহারূপ হাসান সৈকত ভাইয়া। কৃষি ছাড়াও যারা মেডিকেল সেকেন্ড টাইমার আছেন তারাও ক্লাসটি মিস করবেন না।আশাকরি এখান থেকে ১/২ টি প্রশ্ন কমন পাবেন।
Читать полностью…