প্রিয় বোহেমিয়ান,
একতরফা শুভ বিদায় জানিয়ে তুই চলে গেলি, যোগাযোগ করার কোন উপায় রাখিস নি; এইভাবে বিচ্ছিন্ন হলি তুই, কিন্ত আমাদের সাথে তোর যে সম্পর্ক তার কোন বিচ্ছেদ হবে না।
আমরা দু'জন ব্যক্তিগত জীবনে খুব ছন্নছাড়া হয়ে বেঁচে আছি; বাস্তব আর অন্তর্জালের মধ্যে আকাশ পাতাল তফাত।
এখন সবাই চরমপন্থী। মানসিক গঠন এমন পর্যায়ে, যেখানে কারও বদল আনা সম্ভব নয়, সবারই মগজধোলাই হয়ে আছে। রাজনৈতিক, অর্থ-সামাজিক, সবক্ষেত্রেই বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের কান্ডারী হওয়ার যোগ্য আমরা নই, তাই সবার জন্য তাদের মত প্রকাশের অধিকার সুনিশ্চিত করাই শ্রেয় - এটাই ভেবেছি।
Aministration এ থাকতে হলে নিরপেক্ষ থাকতে হয়; সেই চেষ্টা করেছি। কোনো মতবাদকে সমর্থন করিনি, বিরোধিতাও করিনি। গ্রুপকে সময় দেওয়ার অবকাশ নেই আমাদের। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল নাকি, নেই মামার থেকে কানা মামা ভাল - জানিনা আমরা।
এই কমিউনিটির বেশিরভাগ সদস্য কোনো প্রত্যাশা নিয়ে আমাদের যোগাযোগ করে। কিন্ত কিছু অজানা, অচেনা, অদেখা মানুষ আমাদের আত্মার আত্মীয় হয়ে উঠেছে। তুই তাদের মধ্যে প্রিয় একজন। এর আগেও তুই দূরে সরে গেছিস, কিন্ত প্রত্যেকবার জানতাম সে ফিরবে। এ'বারের পরিস্থিতি সম্পূর্ণ অন্য, জানিনা আর কথা হবে কিনা। কিন্ত এটা জানি, এই মেসেজ তোর কাছে পৌঁছে যাবেই কোন না কোনও ভাবে।
আমরা যে দায়িত্ব পালনে ব্যর্থ, তার দায়ভার আমরা স্বীকার করতে প্রস্তুত; কিন্ত তার জন্য বন্ধু বিচ্ছেদের মতো শাস্তি পেতে আমরা প্রস্তুত না।
আমাদের প্রতি তোর যে অভিমান, তা দূর করার কোন উপায় কি নেই!! তুই না চাইলে যোগাযোগ করতে পারব না। জানি না কোনোদিন আমাদের আইডি ডিলিট হলে কী হবে, কিন্ত তার আগে পর্যন্ত আমরা অনলাইন হলে তোর মেসেজের প্রতীক্ষা করব, লগ চেক করব।
ততক্ষণ পর্যন্ত ভালবাসা নিস, তুই ভাল থাকিস।
তোর Lady & Lord 💞